প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ এর জামিন নামঞ্জুর

 মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দণ্ডিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার, মার্চ ৪, ২০২৪, ঢাকার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ নির্দেশ দেন। সকালে আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চেয়ে আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা দেশনেত্রী বেগম খালেদাজিয়া মুক্তি ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ হাফিজ উদ্দিন আহমেদ এর মুক্তি এবং কারা নির্যাতিত সকল রাজবন্দী মুক্তি দাবি করছেন। আরো বলেন নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দাবি এবং গণতন্ত্র রক্ষা করতে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন