নীলফামারী প্রতিনিধি: জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডিমলা উপজেলা প্রতিনিধি মোঃ মশিয়ার রহমান। ৫ মার্চ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব, ডিমলা উপজেলা শাখার কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নীলফামারী জেলা পরিষদ সদস্য ও ডিমলা উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস পারভেজ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হামিদার রহমান,বাংলাদেশ প্রেস ক্লাব ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাদসা সেকেন্দার ভুট্টু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিয়ার রহমানসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা, দেশের বহুল আলোচিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং সেই সাথে ভোরের দর্পণ পরিবারের সম্পাদকসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।