চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাসুদ রানা’র নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতী মৌজাস্থ গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী আকতারা বানু এর বসতবাড়ীর ভিতর আঙ্গিনায় পৌঁছামাত্র আসামী ১। মোছাঃ আকতারা বানু (৪৫), স্বামী- মোঃ জোনাব আলী @ জোনাব ডাক্তার, মাতা- মোছাঃ ছালেহা বেগম , সাং- খামারভাতী,থানা- কালীগঞ্জ,জেলা- লালমনিরহাট পলানোর চেষ্টাকালে নারী পুলিশের সহায়তায় আটক হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে শালীনতা বজায় রেখে নারী কং দ্বারা তল্লাশীর মাধ্যমে তার নিকট হতে ১২৪ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ ১৯১০/- টাকা উদ্ধার করে,ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।