প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাল্লা উপজেলায় বিশ্ব শান্তি মানব কল্যাণে অষ্ট প্রহর ব্যপী প্রদাবলী কীর্ওন

 শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি: শাল্লা উপজেলায় ৩ নং বাহাড়া ইউনিয়নপরিষদের ১ নং ওয়ার্ডে অন্তগত সুখলাইন গ্রামে অষ্ট প্রহর ব্যপী বিশ্ব শান্তি মানব কল্যাণে শ্রী শ্রী ভইরব গাছ প্রাঙ্গণে প্রদবলী কীর্ওন হয় শুভ অধিবাস করেন শাল্লা উপজেলার আনন্দ গ্রামের সুবোধ চন্দ্র দাশ (বাচ্ছু) সুদিন চন্দ্র দাশ পরিচালনায় শ্রীশ্রী ভইরব মন্দির কমিটির সভাপতি দিলীপ চন্দ্র দাশ সাধারন সম্পাদক মহাদেব চন্দ্র দাশের সঞ্চালনায় ২১ই ফাল্গুন ০৫/ ০৩/২০২৪ইংরেজী এতে উপস্থিত ছিলেন শ্রী শ্রী ভইরবের ভক্ত বিন্দ দিলীপ চন্দ্র দাশের সঙ্গে কথা হলে উনি বলেন আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী এই ভইরব গাছ বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয় তাই আমরা প্রাচীন নিয়ম অনুসারে কীর্তন করিতেছি এতে উপস্থিত সুদিন চন্দ্র দাশ প্রতাপ পুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অবনী মোহমন দাশ করুনা সিন্দু দাশ অমল চন্দ দাশ বাহাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাবান্দ দাশ টুনু চৌধুরীর মনিন্দ দাশ যোয়েল দাশ সুধারঞ্জন দাশ৷ সু জিত চন্দ্র দাশ বিপ্লব চন্দ্র দাশ মৃদু ল চন্দ্র দাশ কামোধা রঞ্জন দাশ কাজল চন্দ্র দাশ দিপেন চন্দ্র দাশ সাধন চন্দ্র দাশ আরো উপস্থিত ছিলেন সহদেব চন্দ্র দাশ অজিত দাশ মহা যজ্ঞে উপস্থিত ছিলেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন