প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লেখক সংসদ রংপুরের ৮৩০ তম সাপ্তাহিক সাহিত্য আসর চলমান বইমেলা ২০২৪ এর মঞ্চে অনুষ্ঠিত

মোঃ আল-আমিন ইসলাম, বার্তা সম্পাদক: আজ রোজ শনিবার ০২ মার্চ ২৪ ইং লেখক সংসদ রংপুর এর ৮৩০তম সাপ্তাহিক সাহিত্য আসর চলমান বইমেলায় আয়োজিত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবিব রবু ভাইয়ের সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ কোরআন তেলাওয়াত করেন । স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ,সংগঠনের সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ও সংগঠক অধ্যাপক আহসান হাবিব রবু,সংগঠনের উপদেষ্টা এস এম আব্দুর রহিম,সংগঠনের সাহিত্য সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ,সুফি জাহিদ হোসেন, এ কে এম এহসানুল কবির,মোঃ নুরুল ইসলাম সরদার মোঃ ওয়াজিহ তাওসিফ নিহান মোঃ ওয়াসিফ তাহমিদ নির্জন, ইনসাফের নির্বাহী পরিচালক সংগঠনের সদস্য নজরুল ইসলাম,কবি লেখক ও সংগঠনের অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম সংগঠন উপদেষ্টা এহসানুল কবির, প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সদস্য বহুমাত্রিক লেখক সংগঠক মোহাম্মদ আজহারুল ইসলাম আল আজাদ, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মোঃ মাহবুবুল ইসলাম ও সংগঠনের উপদেষ্টা ডাঃ শফিউল হক। বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ও বহু গ্রন্থের প্রণতা আবুল কাসেম মাস্টার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ,ডাসের নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া ।সংগীত পরিবেশন করেন মুসাম্মাৎ রওশনারা সোহেলী। উল্লেখ্য যে প্রতি শনিবার সংগঠনের নির্ধারিত সময়ে সংগঠনের নির্ধারিত স্থানে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন