প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাহাড় কেটে মাটি ভর্তি করার সময় মাটিভর্তি ডাম্পার আটক উখিয়াই

কামরুন তানিয়া: কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত বনবিভাগ উখিয়া রেঞ্জের সদর বিটের আওয়াতাধীন হাতিমোড়া এলাকায় পাহাড় কাটতে গিয়ে একটি মিনি-ড্রাম্পট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার ( ০৪ সকাল ২৪ইং) সকাল ১১ টার দিকে হাতিমোড়া (কিল্লামোড়া) সরকারি সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করে এ গাড়ি জব্দ করা হয়। বনবিভাগ সুত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের প্রতিটি অফিসার স্টাফরা বনজ সম্পদ রক্ষার্থে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় পাহাড় কাটা,বনভূমি দখল, অবৈধ করাতকলসহ সরকারি মালামাল রক্ষায় উখিয়া রেঞ্জ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। সে ন্যায় আজ হাতিমোরা এলাকায় সরকারি বনাঞ্চলের পাহাড় কাটার খবর পেয়ে তৎক্ষনাৎ সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি,দৌছড়ী বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জান, থ্যাংখালী বিটকর্মকর্তা বিকাশ দাসসহ স্টাফদের নিয়ে অভিযান পরিচালনা করলে ডাম্পার গাড়ি পেলে সু-কৌশলে অপরাধীরা পালিয়ে যায়।বনবিভাগ কর্মকর্তা জানান যে, এসব পাহাড় কাটার সাথে যারা জড়িত এবং প্রকৃত আসামীদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আলামত হিসাবে গাড়ি জব্দ করা হয়েছে।উখিয়া রেঞ্জের সকল কর্মকর্তাগনরা সরকারি বনসম্পদ রক্ষার্থে কঠোর দায়িত্ব পালনে বদ্ধপরিকর। উখিয়া বাসীও আশাবাদী মাটি কাটা বন্ধ হবে যদি এভাবে বন বিভাগ রেঞ্জ অফিসে দায়িত্বরত ব্যক্তিরা গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করলে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন