প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

যত নেবে তত দেবো নারী

ফাতেমা আক্তার মাহমুদা ইভা
যত নেবে তত দেবো নারী

নারী বলে নয়তো বোঝ, আমার সমাজের যত নেবে তত দেবো পরীক্ষা ধর্যের।
কিছু মানুষ আপনার জীবনে আসবে আমাপানকে ভালোবাসার জন্য নয়

আসবে
-আপনার সুন্দর সুস্থ মস্তিষ্কের করে দিতে, আপনার সুন্দর মনটা কে বিষিয়ে দিতে, আপনাকে জিন্দা লাশের পরিণত করতে।

নারী তুমি এক জন জীবন অসফলতা কড়াও।

নারী তুমি নাম তোমার ফেরো কারো শূন্য হাতে তুমি তখন নারী বিষণ্নতায় আটকাও বেশ।

নারী তোমার জন্যে পৃথীবীর সকল কন্টক
নারী তুমি পায়ে হাঁটো রক্ত পথ।

নারী তুমি প্রিয় মানুষগুলোর সুখ দুঃখে বিপদে আপদে পাশে থাকা।

চরম বিপদে সময় প্রিয় মানুষগুলো সাহস যোগান।

তারপর অনায়সে মিথ্যে
অজুহাতে আপনাকে ছেড়ে যেতে!
মানুষ কেন বলে নারী নিজস্ব নাই কিছু
আমি তো দেখি জগৎ চলে নারী পিছু পিছু।

সব সময় নারী সমাজেতেই ধর্ম আর রাজনীতির তরে কেন নারীকে টেনে মানুষ মানুষকে কেন যেন শুধু হানা হানি করে মরে?

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন