প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শুভ উদ্ভোধন

আজ ৫/৩/২০২৪ইং ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে সকাল দশটায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবউদ্দিন চুপ্পু মহোদয় কর্তৃক ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের দেওয়া পরিবহন বাসটি ফরিদপুর ডেমরা ধুলাউড়ি আতাইকুলে হয়ে পাবনায় যাতায়াত করবে।এই আনন্দ সুসংবাদে আমরা ফরিদপুর উপজেলা বাসি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভাপতিত্ব করবেন জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ গোলাম হোসেন গোলাপ চেয়ারম্যান উপজেলা পরিষদ ফরিদপুর পাবনা উক্ত অনুষ্ঠানে আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত। আমন্ত্রণে- খ, ম, কামরুজ্জামান মাজেদ মেয়র ফরিদপুর পৌরসভা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন