প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় মুরগির খোয়ারে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ, আটক ১

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মুরগির খোয়ারের মাটি খুঁড়ে নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈশ্বরপুর পুর্বপাড়ায় বসতবাড়ির মুরগির খোয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্কুলছাত্র নাসিরুল ইসলাম নাসিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল নাসিম। থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিয়াজ মেহেদী বলেন, মরদেহ উদ্ধারের সময় রফিকুলের বাড়ি তালাবদ্ধ ছিল এবং বাড়িতে কেউ ছিল না। প্রশাসনের পক্ষ থেকে জানান কি কারণে এ হত্যাকাণ্ড তদন্ত শেষে বলা যাবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন