প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভাঙ্গুড়ায় পুণরায় ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী,আজিদা পারভীন পাখি

 মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূণরায় ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রার্থী হয়েছেন মোছাঃ আজিদা পারভীন পাখি। তাই আগামী মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমেছেন তিনি। এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে গিয়ে ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য নতুন কোন প্রার্থীদের নাম সাধারণ ভোটারদের কাছ থেকে শুনা যাচ্ছে না আলোচনায় বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখির নামই শুনা যাচ্ছে ভোটারদের সমর্থন বেশির ভাগই মোছাঃ আজিদা পারভীন পাখি দিকে কারণ হিসেবে জানতে চাইলে তারা বলেন,সে বর্তমানে আমাদের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন তাই আমরা আবারও তাকেই ভোট দিবো। ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রার্থী মোছাঃ আজিদা পারভীন পাখি বলেন, ভাঙ্গুড়াকে একটি স্মার্ট উপজেলা করতে কাজ করে যাচ্ছি এবং সাধারণ ভোটারদের পাশে আছি থাকবো। তাই আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকেই নির্বাচিত করবে সাধারণ মানুষ। নির্বাচিত হতে পারলে সাধারণ ভোটারদের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো ইনশাল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন