প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁ বিভিন্ন উপজেলার হাটবাজারে কমেছে সুগন্ধি ও মোটা জাতের ধানের দাম, ক্ষতিগ্রস্ত তৃণমূল চাষিরা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর বিভিন্ন উপজেলার হাটবাজারে কমেছে সুগন্ধি ও মোটা জাতের ধানের দাম হতাশা অগ্রস্থ তৃণমূল কৃষক চাষিরা, জেলার চৌবাড়িয়া সুতিহাট,মাতাজি হাট , মহাদেবপুর হাট চকগৌরীহাট সরস্বতীপুর হাটে গত সপ্তাহের চেয়েবেড়েছে সব ধরনের ধানের সরবরাহ তবে কৃষকদের অভিযোগ, বাড়তি যোগানের সুযোগ বুঝে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা মণ প্রতি দেড়শ থেকে দুইশত টাকা কমিয়ে দিয়েছেন সুগন্ধিসহ মোটা জাতের ধানের দাম। ধানের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না তৃনমুল কৃষক চাষিরা দেখার কেউ নেই? ধান নিয়ে আসেন চাষিরা, বেলা বাড়ার সঙ্গে কৃষক আর পাইকারের দরকষাকষিতে জমজমাট হয়ে ওঠে এ ধানের হাট। তবে গত সপ্তাহ থেকে এ হাটে সুগন্ধি জাতের ধান, মণ প্রতি ১শ’ ২শ টাকা পর্যন্ত কম দামে ধান কিনছেন মিলাররা। মোটা ধানের দাম বাড়তির দিকে। সুগন্ধি জাতের ধানের দাম পতনে ব্যবসায়ীদের কার- সাজিকে দুষছেন কৃষক চাষিরা এইদিকে কৃষকদের উপর সরকারের তেমন নজরদারি নেই কারন কৃষকদের কোন জোট ও একতা নেই । কৃষকরা বলেন, গত সপ্তাহে হাটে থেকে চলতি সপ্তাহে ধানের দাম ১৭০-১৮০ টাকা কম। তবে মোটা ধান স্বর্ণা-৫ মণপ্রতি বেড়েছে ১শ ৬০ টাকা, মিনিকেট মণপ্রতি ১শ ৫০ টাকা। বাজারে স্বর্ণা-৫ ধান ১ হাজার ২৬০ টাকা ও জিরা মণপ্রতি ১ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সুগন্ধি আতপ মণপ্রতি ২ হাজার ৩৫০ টাকা ও ব্রিধান উনপঞ্চাশ মণপ্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ৩৭০ টাকায়, ছাপ্পান্ন মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা, বিনা সেভেন মণপ্রতি ১ হাজার ৫০০ টাকা, পচাত্তর মণপ্রতি ১ হাজার ২৫০ টাকা। এদিকে সপ্তাহে শুক্রবার ও সোমবার এ হাটে ৩ থেকে ৪ হাজার মণ ধান বেচাকেনা হয়। তবে সরকারের নজরদারি না থাকায় বাজার ব্যবস্থাপনা ব্যবসায়ীদের দখলে থাকে। এছাড়া দাম কমার নানা অজুহাত দেখান ব্যবসায়ীরা। এ বিষয়ে নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফুরাদ চকদার বলেন, মোটা ধানের দাম বাড়তির দিকে। গত সপ্তাহে দাম ১ হাজার ৭০ থেকে ১ হাজার ৮০ টাকা থাকলেও এখন ১’শ থেকে দেড়’শ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে মৌসুম শেষ দিকে হওয়ায় ধানের আমদানি কম। কৃষি বিভাগের তথ্যমতে, গত আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯৮ হাজার হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধানের আবাদ হয়, যা থেকে সাড়ে ৯ লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠে নওগাঁ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন