প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

মোঃ মিজানুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুই ভাইকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার সকালে উপজেলার চককুতুব গ্রামে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে তাবাসসুম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে মো. সেলাইমান (৪৮) ও মো. শাহীন (৪০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তারা দুইভাই বাড়িতে মাদক (হেরোইন) সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চককুতুব গ্রামে তাদের বাড়িতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদের দুই ভাইকে আটক করা হয়। এ সময় তাদের দুই ভাইকে মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আব্দুলাহিল বাকী, সহকারী প্রসিকিউটর মো. সোহেল রানা ও এএসআই আল আমিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন