প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মেয়েকে নকল সরবরাহের অভিযোগে বাবার কারাদণ্ড

শিল্পী আক্তার রংপুর নারী ও শিশু বিষয়ক সম্পাদক: রংপুরের পীরগাছায় হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নকল সরবরাহের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রবিবার দুপুরে মাদ্রাসা বোর্ডের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে মেয়েকে নকল সরবরাহ করতে গিয়ে আটক এক অভিভাবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে একটি কাগজে ৫টি প্রশ্নের উত্তর লিখে ফটোকপি করে নিজ মেয়েসহ অন্যদের সরবরাহ করতে গেলে কর্তব্যরত পুলিশ নকলসহ ছফির উদ্দিন (৫২) নামে একজনকে আটক করে। আটক ছফির উদ্দিন পাশর্^বর্তী সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের দিয়ানত উল্লাহর ছেলে এবং পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নন এমপিওভুক্ত রহমতের চর দাখিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। তার নিকট ৯টি উত্তরপত্রের ফটোকপি পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছফির উদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পীলগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, সাজাপ্রাপ্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন