প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

UCAউধুনিয়া ক্রিকেট একাডেমি, আয়োজিত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার, মোঃ নাহিদ হাসানঃ
UCAউধুনিয়া ক্রিকেট একাডেমি, আয়োজিত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবে ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল জলিল প্রামানিক ও কেএম সাইফুল ইসলাম উধুনিয়া মানিক জান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ।

UCAউধুনিয়া ক্রিকেট একাডেমি, আয়োজিত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়,উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে বাবুলীদহ স্পোর্টিং ক্লাব বনাম আগদিঘোলগ্রাম ইয়াং স্টার ক্লাব। দুটি দলেই দেশের বিভিন্ন বরেণ্য ক্রিকেটার খেলোয়ারেরা অংশগ্রহণ।

আয়োজনেঃ স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়,উক্ত খেলাটি পরিচালনার দায়িত্ব ছিল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সদস্য বৃন্দ, সিহাব সিনহা,রবিউল করিম,জিহাদ, শামিম, মিরাজ, জাকিরুল, শাকিল আহমেদ সহ আরও অনেকে।

পরিচালনায়ঃ উক্ত খেলাটি পরিচালনায় ছিলেন, মোঃ সম্রাট শাহজাহান সিরাজ ও সৈকত আহমেদ।

খেলার ফলাফলঃআগদিঘোলগ্রাম ইয়াং স্টার ক্লাব সংগ্রহ করেছিলেন ১৬২রান ১৬(ওভারে)।বাবুলীদহ স্পোর্টিং ক্লাব ৮ ওভারে ৩৬ রান করে অল আউট হয়ে যায়।পুরস্কার হিসেবে ছিল দুইটি বড় বড় খাসি ছাগল তবে বিজয়রা পাবে একটু বড় খাসি ছাগল ।আগদিঘোরগ্রাম ইয়াং স্টার ক্লাব ১৩৪ বিজয় লাভ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন