প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত

এস এম আলমগীর চাঁদ ,বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ট্রাকের নীচে চাপা পড়ে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে । নিহত মুক্তিযোদ্ধার নাম আকশেদ আলী । সে উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলীর ছেলে । এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন । আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রবিবার ( 3 মার্চ ) বেলা এগারোটা টার দিকে মুক্তিযোদ্ধা আকসেদ আলী ডেমরা –বাড়াবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাথাইলহাট নামক স্থানে একটি চা এর দোকানে চা খেতে বসে ছিলেন । ডেমরা থেকে ছেড়ে আসা একটি ট্রাকে চাকার সমস্যা জনিত কারনে নিয়ন্ত্রণ হারিয়ে পাথাইলহাট বাজারে উক্ত চা এর দোকানের মধ্যে ঢুকে পড়ে । এবং সেখানে অপেক্ষা রত লোকজনের উপর পতিত হয় । ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আকসেদ আলী নিহত হন । সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাকা পানচার হওয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পডলে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা আকসেদ আলী নিহত হন । এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং নিহত কে দাফনের ব্যবস্থা করা হয়েছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন