প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ প্রমিলা দেবীর ২টি কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে কবি প্রমীলা দেবীর তৃতীয় কাব্য গ্রন্থ ‘একুশে’ ও কবি মিলি কবিরাজ এর তৃতীয় কাব্য গ্রন্থ ‘সত্যের সন্ধ্যানে’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে বরেন্দ্র সাহিত্য পরিষদ এ প্রকাশনা উৎসবের উয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আহসান হাবিব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান ও কবি আসাদুজ্জামান পলাশ। বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি আব্দুল কুদ্দুস, আদিবাসী উন্নয়ন কেন্দ্রর নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক অসিত দাস, কবি প্রমীলা দেবী, মিলি কবিরাজ প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন লাবিবা খানম লিসা। নওগা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন