প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁয় সাংবাদিক এনামুল হক সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী অতর্কিত হামলা আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ পোরশা উপজেলা প্রেস ক্লাবের, সাংগঠনিক সম্পাদক। গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের সম্মানিত ইংরেজি প্রভাষক। সাংবাাদিক জনাব মোঃ এনামুল হক কে, রাস্তার উপর গতকাল রাত্রি আটটা ত্রিশ মিনিটের সময়। পোরশা উপজেলার নোচনাহার মোড়ের সামান্য পশ্চিমে। রাস্তায় বিনা কারণে কতিপয় সন্ত্রাসী অতর্কিত হামলা করে। চরমভাবে আহত করায়, পোরশা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। পোরশা উপজেলা প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি।পোরশা উপজেলা প্রেস ক্লাব। পোরশা নওগাঁ ও পোরশা উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ। নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন