প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের এক মটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। শনিবার (২মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত যুবক দেবহাটা উপজেলা সদরের বর্তমান বাসিন্দা মোস্তফার ছেলে এবং আহত শিক্ষার্থী একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে। জানা গেছে মোটরসাইকেলে ২ বন্ধু সাতক্ষীরার উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এঘটনায় বেলাল হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আর আহত ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা- মেট্রো ২০-৬২৭০) জব্দ করা হয়েছে, চালক সহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন