প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় অবৈধ অস্ত্র গুলি সহ গ্রেফতার ১

মোঃ সালাউদ্দিন:– খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় ১ (মার্চ) রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঞার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা এলাকার নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে রাস্তার উপর থেকে দারাছ চন্দ্র চাকমা নামের এক ব্যক্তিকে দেশীয় তৈরি পিস্তল সদৃশ পাইপগান, দুই রাউন্ড কার্তুজ সহ আটক করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আসামী দারাছ চন্দ্র চাকমা মাটিরাঙ্গা পৌরসভার ০৩নং ওয়ার্ডের চাকমা পাড়ার ,নরাঙ্গা মনি চাকমার ছেলে। আসামির নিজ হেফাজতে রাখা ১টি দেশীয় তৈরী অস্ত্র পাইপ গান, ২টি কার্তুজ,২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ সাংগঠনিক কাগজ পত্র উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র গুলি ও মোবাইল ফোন নিজ হেফাজতে রাখার বিষয়টি সত্য বলে স্বীকার করে দারাছ চন্দ্র চাকমা। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার),এর দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে টিম গুইমারা। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন