প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোরে ৩৫বোতল চোলাই মদসহ গ্রেফতার ১

Open photo
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহীর তানোরে দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারের লালপুর থেকে ৩৫ বোতল চোলাই মদসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেন তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন,কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামের লোকমান আলীর পুত্র আব্দুল মান্নান(৩৫)। থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে দেশীয় চোলাই মদ সরবরাহ করে নিজ এলাকায় বিক্রি করে আসছিলো। গোপন সূত্রে কামারগাঁ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলামের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে ৩৫ বোতল চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদের ব্যবসা করে আসছিলো। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হবে।# সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ০২মার্চ/২০২৪ইং ০১৭৬১-৮৯৯১১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন