প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় তিন রাউন্ড গুলি সহ একটি রিভালবার উদ্ধার

মোঃ আল-আমিন ইসলাম বার্তা সম্পাদক: নীলফামারীর জলঢাকা থানায় ০৩ (তিন) রাউন্ড গুলি সহ একটি রিভালবার উদ্ধার**মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম স্যারের দিক নির্দেশনায় সদর সার্কেল জনাব মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম ও জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানাধীন ০৭ নং মীরগঞ্জ ইউনিয়নের নগর মীরগঞ্জ আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় জনৈক মোঃ ফয়জুল ইসলাম কেরু (৭০) পিতা মৃত হাজী মো- আব্দুল লতিফ সাং- পশ্চিম শিমুলবাড়ী এর ইউক্যালিপটাশ বাগানের পশ্চিমে ড্রেনে পলিথিনে মোড়ানো অবস্থায় ০৩ (তিন) রাউন্ড গুলি সহ ০১ (একটি) রিভলবার পরিত্যক্ত অবস্থায় পাইয়া গেছে। উপস্থিত সাক্ষী গণের উপস্থিতিতে জব্দ করা হয় রিভালবার টি, অনুসন্ধান অব্যাহত আছে। অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুক্তারুল আলম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন