প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটক জীবনের কথা বলে,বলে ইতিহাস ও ঐতিহ্যের কথা এই প্রয়াসেই অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতারের শ্রুতি নাটক কবর

শিল্পী আক্তার রংপুর নারী ও শিশু বিষয়ক সম্পাদক:   রংপুর শিল্পকলা একাডেমির হলরুমে  অনুষ্ঠিত এই শ্রুতি নাটক কবরের রচিয়তা মনির চৌধুরী । ভয়েজে কনভেনার ছিলেন, আতিকুর রহমান মতি। প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ডক্টর হারুন অর রশিদ। অভিনয়ে ছিল বাংলাদেশ বেতার রংপুরের নাট্য শিল্পীদের মধ্যে কাজী জাহিদ হোসেন লুসিড, জাহাঙ্গীর কবির,মানস সেনগুপ্ত, রাবেয়া আক্তার, পরিতোষ কুমার দাস বুরণ,নজরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিল মীনাক্ষী। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত গুণীজনের মধ্যে অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।কনভেনার আতিকুর রহমান মতি বলেন, নাট্যাঙ্গনে আমরা অনেক পিছিয়ে পড়েছি। বর্তমান সামাজিক অবস্থা এবং একটি নাটক নির্মাণের যে ব্যয়ভার সে ক্ষেত্রে বাংলাদেশ বেতারের তেমন কোনো অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা নেই, তহবিলেরও সংকট রয়েছে। উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ডক্টর হারুন অর রশিদ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ তথা সত্তর দশকে বাংলাদেশ  বেতার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একমাত্র সংবাদ মাধ্যমই ছিল তখন বাংলাদেশ বেতার। নাট্যাঙ্গনে আমরা পিছিয়ে পড়েছি ঠিকই তবে, বেতার নাটক এখনো অনেকেই শোনে। ভারতবর্ষে আমাদের ফোক সংগীত ভাইরাল হয়েছে। ভারতে বাংলাদেশ বেতারের নিয়মিত অনেক শ্রোতাও রয়েছে।নাটক নির্মাণে আমাদের  উপযুক্ত ফান্ড নেই, চেষ্ঠা চলছে। বেতারের উপর মানুষের ভালবাসার ও আস্থা আছে এখনো। এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন