প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীতে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম সহ আটক ৩

তপন দাস নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মসজিদে সকালের মক্তবের নামাজ পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। এঘটনায় মসজিদের ইমাম সহ ৩ জনকে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল। আটককৃতরা হলেন ডোমার উপজেলার চিকনমাটি এলাকার নাহিদুল ইসলাম নাহিদ (২২) একই উপজেলার একই এলাকার ফকির আলীর ছেলে শাহাদাৎ ফকির (৪৫), এবং সদর উপজেলা টুপামারী ইউনিয়নের টুপামারী এলাকার নফসীর আলীর ছেলে শফিয়ার রহমান। পুলিশ এবং ভুক্তভোগী পরিবারের সুত্রে জানা যায় ধর্ষণের শিকার হওয়া শিশু টি প্রতিদিন সকালে মসজিদে মক্তবে পড়তে যায় , প্রতিদিনের ন্যায় সেদিন ও শিশুটি সকালে মসজিদে মক্তবে পড়তে যায়। সেসময় মক্তবের হুজুর মাথা টিপানোর কথা বলে শিশুটিকে মসজিদের বারান্দায় থাকা তার রুমে নিয়ে যায় এবং পরে রুমের দরজা বন্ধ করে ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এবং ভুক্তভোগী শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের কথা কাউ কে না বলার কথা বলে। তবে শিশুটি ঘটনাটি তার মামনিকে সব কিছু খুলে বললে তিনি বাদী হয়ে সেদিনেই সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পর মসজিদে থাকা অভিযুক্ত ঐ ইমাম কে পালিয়ে যেতে সাহায্য করে মসজিদে সভাপতি এবং অপরএকজন । পরে সদর থানার পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম বলেন এবিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উল্লেখ্য যে গত ২৬ শে ফেব্রুয়ারী নীলফামারীর সদর উপজেলা টুপামারী ইউনিয়নের টুপামারী উত্তর ফকির পাড়া গ্রামের ওয়াক্তিয়া মসজিদে এই ঘটনাটি ঘটে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন