প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 মোঃরেজাউল করিম বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের গোড়াই মমিন নগর (ডাকবাংলা) নামক স্থানে। বৃহস্পতিবার ২৯ শে ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার সময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। স্থানীয়রা জানান, নিহত মোটরসাইকেল চালক সখীপুরের দিক থেকে গোড়াই হাইওয়ের দিকে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় এবং এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এবিষয়ে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, নিহতের নাম গৌতম চন্দ্র ঘোষ পিতা প্রদীপ চন্দ্র ঘোষ গ্রামঃদেবীপুর গোয়ালপাড়া থানাঃবোদা,পঞ্চগড়। তিনি আরো বলেন, আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করেছি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ১০ দিনে গোড়াই হইতে বাঁশতুল পর্যন্ত এ নিয়ে সড়কে প্রাণ গেল ছয় জনের। মোঃরেজাউল করিম বিশেষ প্রতিনিধি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন