নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা সুখারী ইউনিয়নের তারাচাপুর গ্রামের কৃষক আব্দুল মোতালেব বাবুনের ঘর সহ তিনটি গরু আনুমানিক রাত ১০টা ৩০মিনিটে আগুনে পুড়ে মারা গিয়াছে। আগুন লাগার সময় উক্ত গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। খানিক্ষন সময় পরে এলাকার লোকজন ছোটাছোটি করে আগুন নিবাতে সক্ষম হলেও বাচাতে পারেনি নিরহ প্রানীদের প্রান। খোজ নিয়ে জানা যায় আগুনে পুড়ে বাবুন মিয়ার প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৬০০০০০/- টাকা।