প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তিসহ ২ জন প্রতারক গ্রেফতার

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়ার দুপচাঁচিয়া থানাধীন তালুচ গ্রামে নকল সোনার মূর্তি হেফাজতে রেখে সোনা হিসাবে বিক্রয় করার জন্য অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৮ ফেব্রুয়ারি রাত সোয়া ১০’টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হেলাল উদ্দীন প্রামানিক (৫০), পিতা- মৃত মোকছেদ আলী প্রামানিক, সাং- তালুচ পূর্ব পাড়া, ২। মোঃ জামাল উদ্দীন প্রামানিক (৫৩), পিতা- মোঃ সিরাজ উদ্দীন প্রামানিক, সাং- ছাতনি, উভয় থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়াদ্বয়কে বিশেষ কায়দায় পেপারের কাগজ দ্বারা মোড়ানো টিস্যু ব্যাগে রক্ষিত ১’টি সোনালী রংয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত মূর্তিসহ গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় ১টি প্রতারণা মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন