প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ বাস্তবায়ন ইরিবোরো সমলয় চাষের প্রদর্শনী ও মাঠ দিবস পরিদর্শন করেন মতিউর রহমান

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় বাস্তবায়নাধীন বোরো সমলয় চাষ প্রদর্শনী পরিদর্শন এবং সরিষা ফসলের একটি মাঠ দিবসে অংশ গ্রহন করেন খামার বাড়ী ঢাকা হতে আগত সম্মানিত অতিরিক্ত পরিচালক(উপকরণ) স্যার কৃষিবিদ জনাব মোঃ মতিউর রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রি, গাজীপুর ও বার্ক, ঢাকা হতে আগত সম্মানিত কৃষি বৈজ্ঞানিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলায় কর্মরত সম্মানিত অতিরিক্ত উপপরিচালক (পিপি) জনাব মোঃ এখলাস হোসেন সরকার ও রাণীনগর উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোছাঃ ফারজানা হক এবং কৃষি সম্প্রসারণ অফিসার।

নওগাঁ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন