প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিয়ামতপুরে ভোক্তা অধিকার আইনে ৪ দোকানীকে জরিমানা

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ নওগাঁর নিয়ামতপুরে ভোক্তা অধিকার আইনে ৪ দোকানীকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারী) সকালে ভোক্তা অধিকার আইনের ৩৮ ও ৫২ ধারায় দোকান অপরিস্কার, অব্যস্হাপনা ও মূল্য তালিকা না থাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে উপজেলা সদরের হাবিবা স্টোরকে ১ হাজার, সালাউদ্দিন স্টোরকে ৩ হাজার, বর্ষা-ঋতু স্টোরকে ১ হাজার ও জাহানারা স্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাস বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসন বদ্ধ পরিকর। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনার সময় পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
#২৯/০২/২০২৩ ইং

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন