প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্রেসিডেন্ট পুলিশ মেডেল -২০২৪ পদক পেলেন ফরিদগঞ্জের ‘শামছুন্নাহার’

কে.এম. হাছান: সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম-সেবা) পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুন্নাহার। পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন। তিনি ফরিদগন্জ উপজেলার বড়ালী গ্রামের কলি মিয়া মিয়াজীর কনিষ্ঠ পুত্র মরহুম মোঃ আবুল হোসেন ও রত্নগর্ভা মা রওশন আরার জ্যেষ্ঠ কন্যা। রত্নগর্ভা পরিবারের এ সন্তান শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপেই রেখেছেন মেধার স্বাক্ষর। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে যোগদান করেন ‘দুর্নীতি দমন কমিশনে’ সহকারী পরিচালক হিসেবে। সব সময় চ্যালেন্জ নিতে প্রস্তুত এই মেধাবী মুখ পরবর্তীতে ৩৩ তম বিসিএস এ ‘বাংলাদেশ পুলিশে’ যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন প্রতিনিয়ত। সর্বশেষ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে প্লাটুন কমান্ডার হিসেবে কৃতিত্বের সহিত দ্বায়িত্ব পালন করেন।বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের জন্য নিরলস কাজ করছেন। নারী নির্যাতন প্রতিরোধে ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন এই মেধাবী মুখ। বর্তমানে তিনি COESPU, ইতালিতে প্রশিক্ষণরত।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌
শামছুন্নাহার’র বড় ভাই
র‌ফিকুল ইসলাম দেশবা‌সির নিকট তার সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া চে‌য়ে‌ছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন