প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়ায় পিপিএম পদক পেলেন দুই ওসি অসীম সাহসিকতা

মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহকে বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) পদকে ভূষিত করেছেন। সেই সাথে পিপিএম-সেবা পদক পেয়েছেন বগুড়ার গাবতলী থানার ওসি মো: আবুল কালাম আজাদও। পুলিশ সপ্তাহ’২০২৪ উপলক্ষে গত মঙ্গলবার ঢাকায় রাজারবাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের এই পদকে ভূষিত করেন। উল্লেখ্য, আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মোট ৪শ’ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন