প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নাটোরে রূপসী বাংলা টিভির সাংবাদিক কে মৃত্যু হুমকি থানায় অভিযোগ

সুমি খাতুন,নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের বড়াই গ্রামে রুপসী বাংলা টিভি নাটোর জেলা প্রতিনিধি সাহাবুল আলম কে মৃত্যু হুমকি থানায় অভিযোগ , সাংবাদিক সাহাবুল আলম পেশাগত দায়িত্ব পালনে ২৮ ফেব্রুয়ারী রাত্রী ১১ ঘটিকার সময় জোনাইল থেকে বাড়ি ফেরার পথে বড়াই গ্রাম থানাধীন দ্বারিকুশি বাবু পাড়া ফুলতলা নামক স্থানে মিসকিন এর মাটির পয়েন্টের সামনে, মুক্তার পিতাঃ আবঃ হামিদ গ্রাম শ্যামপুর, বড়াই গ্রাম,সাংবাদিক সাহাবুল আলম কে গালিগালাজ করলে তিনি নিষেধ করলে তাকে মারপিট করার উদ্দেশ্যে উত্তেজিত হয়ে আক্রমণ করে, বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় প্রাণ নাশের হুমকি দেয়, পরে আশে পাশের লোকজন তাকে রক্ষা করে এ মর্মে সাংবাদিক সাহাবুল আলম বড়াই গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন