প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজার কুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহা উৎসব

মোঃ রায়হান স্টাফ রিপোর্টার: কক্সবাজার রামু উপজেলা রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহা উৎসব ফলে চরম হুমকির মুখে পড়েছে পরিবেশ। সরজমিনে গিয়ে দেখা যায়,রাজারকুল রেঞ্জ এর অধীনে দারিয়ার দিঘী বিটের কয়েকশ গজ দূরে একটি বিশাল পাহাড় কেটে ঘর নির্মাণ করেছে সাহেদ নামে এক ব্যক্তি।ওই পাহাড়ে বিট কর্মকর্তা গিয়ে বাধা দিয়ে চলে আসে।বর্তমানে ওই ঘরে অনেকেই বসবাস করে যাচ্ছে। দারিয়ার দীঘির বিটের অধীনে মৌলভীপাড়ায় একটি বিশাল পাহাড় কেটে ঘর নির্মাণ করা হয়।এদিকে দারিয়ার দীঘী বিটের অধীনে কালোর দোকান এলাকা ও কালোর দোকান এলাকা ও কম্বনিয়া ভেতরে পাহাড় কেটে ঘর নির্মাণ করা হয়েছে একটি পাকা দালান।সেই ঘরের মালিক নুর আহাম্মদ। মৌলভীপাড়া এলাকায় যাওয়ার রাস্তার পাশে একটি অবৈধ করাত কল বসানো হয়। বন নীতিমালা অনুযায়ী বনাঞ্চলের ১০ কিলোমিটার সীমানার মধ্যে করাত কল (স’মিল) করার নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।অনুসন্ধানে জানা যায় রামু রাজারকুল রেঞ্জের অধীনে লাইসেন্সবিহীন অর্ধ শতাধিক স’মিলে দিবারাত্রি চেরাই হচ্ছে কোটি কোটি টাকার চোরাই কাঠ হলেও দেখার কেউ নেই।যে ভাবে পাহাড় ও বনের গাছ কাটা হচ্ছে তাতে অচিরেই এতদঞ্চলে বৃক্ষশূন্য হয়ে পড়বে বলে আশংকা করছেন পরিবেশ বিদগনেরা। সংশ্লিষ্ট বিভাগকে চোখ ফাঁকিয়ে দিয়ে এসব অপরাধ করে যাচ্ছে অপরাধীরা।যেন এসব রক্ষা করতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ওই এলাকার সচেতন মহল

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন