প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাল্লায় ড. জয়াসেন গুপ্তার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

শংকর ঋষি শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ২৮ ( ফেব্রুয়ারি) বুধবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ গনমিলনায়তন হল রুমে শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংঠনের স্থানীয় নেতাকর্মীদের সাথে, শাল্লা উপজেলা শাখার আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও সাবেক ভাইসচেয়ারম্যান রান্টুলাল দাসের সঞ্চালনায়, নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দিরাই- শাল্ল – ২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা ( এমপি) পরিশেষে প্রধান অতিথি ড. জয়াসেন গুপ্তা শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ২৩ টি পরিবারের মধ্যে নগদ ২০০০/ ( দুই হাজার টাকা) করে তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলার আওয়ামী লীগের সাধারণসম্পাদক প্রদিপ রায়। এছাড়াও আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অবনীমোহন দাস, সাবেক কৃষক লীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, শাল্লা উপজেলা শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর , সাংস্কৃতিক সম্পাদক লুৎফুর যুবলীগ নেতা মুজিবুর রহমান , গংগেশ চৌধুরী, রহমান , যুবলীগ নেতা তকবির হোসেন , অরিন্দম চৌধুরী অপু শ্রীবাস দাস প্রমুখ। এসময় আরো উপস্থিতি ছিল শাল্লা উপজেলার শাখার আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠন ও এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন