প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আসক ফাউন্ডেশনের নতুন ম্যানেজমেন্ট আসার পরে বড় একটি অর্জন

 নিজস্ব প্রতিবেদন:  আসক ফাউন্ডেশনের নতুন ম্যানেজমেন্ট আসার পরে আরও বড় একটি অর্জন।দেশের গন্ডি ছাড়িয়ে এবার বিদেশেও ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর কার্যক্রমের সুনাম।সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞানের গবেষণার জন্য বিশ্বের অন্যতম কেন্দ্র হলো জার্মানির Max Planck Institute for Social Anthropology । এই প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক এবং মানুষের অধিকার নিয়ে গবেষণা করে থাকে।উক্ত প্রতিষ্ঠানের একজন গবেষক হলেন Dr. Mascha Schlz, যিনি বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক এবং মানুষের অধিকার নিয়ে গবেষণা করে থাকেন।জার্মানির Dr. Mascha Schlz সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব Rakib Al Mahamud এর সাথে তার কার্যালয়ে আসক ফাউন্ডেশন এর নানাবিধ কার্যক্রম ও মানবাধিকার নিয়ে গবেষণা করার জন্য সাক্ষাৎ করেন।এসময় দ্বিপাক্ষিক উন্মুক্ত আলাপ আলোচনা হয়।সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব রকিব আল মাহমুদ ও সিলেট জেলার সভাপতি জনাব এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা Dr. Mascha Schlz এর সাথে আসক ফাউন্ডেশন এর সকল কার্যক্রম ও মানবাধিকার নিয়ে মুক্ত আলোচনা করেন।মানুষের সেবায় আসক ফাউন্ডেশন এর সকল কার্যক্রম দেখে Dr. Mascha Schlz বেশ খুশি হন, (আসক) ফাউন্ডেশন এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশে এসে (আসক) ফাউন্ডেশন এর সাথে মানবিক কাজে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন।জনাব রকিব আল মাহমুদ (অতিরিক্ত নির্বাহী পরিচালক) এবং এস. ইউ. ফারুক (পরিচালক প্রশাসন) দায়িত্ব পাওয়ার পর নিঃসন্দেহে এটি সংস্থার জন্য বড় একটি অর্জন।(আসক) ফাউন্ডেশন এর সকলের সহযোগিতায় দেশ বিদেশের সর্বত্র এভাবেই সুনাম ছড়িয়ে পড়বে (ইনশাআল্লাহ্)।
দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সম্পাদক ও কলম যোদ্ধা পত্রিকার পরিবারের পক্ষ থেকে আগামীর জন্য শুভ কামনা রইলো প্রিয় সংগঠন এর জন্য।শুভ কামনায় মোঃ আনছারুজ্জামান রেজুয়ান ইসলাম এম.এ,সাধারন সম্পাদক গাইবান্ধা জেলা কমিটি       আইন সহায়তা কেন্দ্র আসক  ফাউন্ডেশন,সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন