প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান মিলন রায়

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: আসন্ন নির্বাচনে আদিতমারী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান মিলন রায় জানা গেছে মিলন রায় সাংবাদিক ও সমাজসেবক। এছাড়াও তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবেও এলাকায় পরিচিত। যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখা ও সহ সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ আদিতমারী উপজেলা শাখার। এলাকার মানুষের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দির্ঘ দিন থেকে । নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মিলন রায় ইতিমধ্যেই আদিতমারী উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা মুখে মুখে চালাচ্ছেন। তিনি জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। সব সময় চিন্তা দলের জন্য কাজ করার আর এলাকার জনগণের পাশে থেকে দ্বায়িত্ব পালন করার মানুষের সেবা মূলক কাজ গুলো করবেন বলে জানান । বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চায় মিলন রায় আদিতমারী উপজেলায়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন