প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিন জন গ্রেফতার

 চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেফতার করে অদ্য ২৮/০২/২০২৪ তারিখ রাত্রি ০৩.১০ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর মৌজাস্থ জেলেপাড়া গ্রামস্থ আপেল ষ্টোরস এর পূর্ব পাশে ব্রিজের উত্তের পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃরবিউল ইসলাম(২৫) পিতা- মোঃ সামসুল হক ২।মোঃআমিনুর ইসলাম(২২) পিতা – মোঃ কুদ্দুস হোসেন ৩।মোঃ মোহানুর ইসলাম(২০) পিতা – মোঃইসমাইল হোসেন ,সর্ব সাং- উত্তর জাওরানী,থানা-হাতীবান্ধা,জেলা-লালমনিরহাট এর দখল হইতে ডিবি,লালমনিরহাট টিম কর্তৃক ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করেন।এসংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । উদ্ধারকারী অফিসার- এসআই মাহমুদুল হাসান,এএসআই শাহজালাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন