প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

বিষ্ণপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে ১ম ইসলামি জালসা সু সম্পুর্ন

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত ইসলামী জালসায় সভাপতিত্ব করেন মোঃ রমযান আলী,পরিচালক, গাংনগর এম,আর প্রি ক্যাডেট স্কুল। সহ সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ মিজানুর রহমান বাবু,সহকারী শিক্ষক, দেউলী উচ্চ বিদ্যালয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ফিরোজ আহমেদ রিজু,উপজেলা চেয়ারম্যান, শিবগঞ্জ, বগুড়া। প্রধান পৃষ্ঠ পোষকতা আলহাজ্ব মোঃ মুত্তালিব মোল্লা, চেয়ারম্যান ১০ নং সৈয়দ পুর ইউনিয়ন পরিষদ।প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান পেশ করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব জাফরী,বগুড়া। ২য় আলোচক হিসেবে ওয়াজ বয়ান করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল,বগুড়া ।  ৩য় আলো চোক হিসেবে আলোচনা রাখেন মুফতি আব্দুর রউফ, নাটোর। স্যাটেলাইট সম্রপচারে রেজুয়ান ভিডিও এডিটিং সেন্টার এন্ড ইউটিউব মিডিয়া ফলিয়া দিগর বটতলা বাজার, কামালের পাড়া, সাঘাটা,গাইবান্ধা। মোবাইল ০১৭১৭৯৩৪৪৪৯। সাউন্ড সিস্টেম ও ডেকরেটর সজ্জায় মা ডেকরেটর প্রোঃ মোঃ মেহেদী হাসান স্বপন।হাজির বাজার,শিবগঞ্জ, বগুড়া। মোবাইল ০১৭১৩৯৩৯২৬১।আয়োজনেঃ বিষ্ণপুর যুব সমাজ ও মুসল্লী বৃন্দ।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন