মো: মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ২৭ফেব্রুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ১৩৬ টাঙ্গাইল- ৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ বেলুন উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলা বিনতে মতিন, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল। আরো উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) মির্জাপুর টাঙ্গাইল। মোঃ রেজাউল করিম অফিসার ইনচার্জ মির্জাপুর থানা।আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন স্কুল হতে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা বেশি বেশি বই পড়ুন,বই পড়ার কোন বিকল্প নেই। নতুন প্রজন্ম আজ মোবাইলে আসক্ত হয়ে গেছে, এই নেশা হতে ফেরাতে হলে তাদেরকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বেশি বেশি বই পড়লে বিশ্বের সামনে ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। একুশে ফেব্রুয়ারি সম্পর্কে তাদের প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাদের জানানোর দায়িত্ব আমাদের, আমরা এ দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। সে লক্ষ্যকে সামনে রেখে আজকের এই বইমেলার শুভ উদ্বোধন। আগামী বছর আমরা আরো বড় পরিসরে বইমেলার আয়োজন করব, ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে বই মেলা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মেধা ও মনন বিকাশে বই পড়ার বিকল্প নেই, পিতা মাতার দায়িত্ব তাদের বইমেলায় নিয়ে আসা এবং বই উপহার দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে ওসি রেজাউল করিম নিজে প্রত্যেকটি স্টল হতে একটি করে বই কেনার কথা দেন এবং উপস্থিত সকলের প্রতি বই কেনার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বই বিক্রি সম্পর্কে খোঁজখবর নেন।
একুশ আজ শুধু একুশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব পরিমণ্ডলে সমাসীন। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের অহংকারের বিষয়। সালাম, রফিক, জব্বার, বরকতের রক্ত যে বৃথা যায়নি, আজ আমরা বুক ফুলিয়ে গর্ব করে তা বলতে পারি। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার, একুশ মানে মাথা নত না করা।