প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

জলঢাকায় ডায়াবেটিস সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ডায়াবেটিস সচেতনতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জলঢাকা ডায়াবেটিস সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা ডায়াবেটিস সমিতির সভাপতি ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সভায় প্রধান অতিথি ছিলেন বাডাস এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান অধ্যাপক রশীদ -ই – মাহবুব। এসময় উপস্থিত ছিলেন বারডেম ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, বায়োকেমিস্ট্রি বিভাগ সায়েন্টিফিক অফিসার ও ট্রেনিং কো-অর্ডিনেটর বাডাসের প্রিন্সিপাল ড. মোঃ আব্দুল মোত্তালিব, এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্সের সহকারী পরিচালক মজিবর রহমান ও সমাজসেবক আমজাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে রশীদ – ই – মাহবুব বলেন, জলঢাকা ডায়াবেটিস সমিতি জলঢাকার সকল মানুষের। সমিতি কোন রাজনৈতিক দলের না হয়ে হবে উপজেলা বাসীর। এখানে সর্বস্তরের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকতে হবে। এসময় তিনি সমিতির আয় বৃদ্ধি করার আহবান জানান। এর আগে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন বারডেম ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি বিভাগের ডাঃ নাসিমা সুলতানা। তিনি রোগীদের সচেতন হওয়া সহ নিয়মিত চেক-আপের কথা বলেন। সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি, ডায়াবেটিস রোগী ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন