প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

০২ ব্যাচ লেখক সংবর্ধনা-২০২৪ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদনঃ এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ এর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বই মেলায় সংগঠনের ফাউন্ডার এডমিন মাহমুদ হাসান সুমনের সভাপতিত্বে আজ ২৬ ফেব্রুয়ারী সোমবার বাংলাদেশ পুস্তক সমিতি’র অফিসে ০২ ব্যাচের লেখক বন্ধুদের জমকালো সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশের মডারেটর সৈকত কুমার সাহা,মিজানুর রহমান খান বাবু,রাহাত আহমেদ রানা,শামীম হাসান চৌধুরী,রিপা ওয়াহিদ,ব্যারিষ্টার বেনজীর হোসাইন।

লেখক বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মনদীপ ঘরাই,ড. মহিবুল্লাহ শাহীন,রাফিউল আযম,সানাউল্লাহ সাগর,মুস্তাফিজ জুয়েল,মঈনুল রনি,সারিতা চৌধুরী, তৌফিক মিথুন,তাসনীম সাদিয়া সুহানা,রিপন মাহমুদ,কাউছারুজ্জামান রুবেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মাদ আল-আমীন রাসেল,শরিয়ত উল্লাহ রাজিব,আমিনুল ইসলাম,এনামুল হক,আঁখি আক্তার,ফারুক মাতবর,রিনা ফারুক, সৈয়দ সনি, সোহানা আক্তার ইতি,জামাল হোসেন ও রনি প্রমূখ।

প্রোগ্রামে সম্পূর্ণ স্পন্সর করেন দেওয়ান কার এর স্বত্ত্বাধিকার মাহমুদ হাসান সুমন ও বেস্ট ডেভেলপমেন্ট লি: এর শরিফুল ইসলাম মজুমদার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন