প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কারামুক্ত বিএনপির নেতার খোঁজ খবর নিতে ডঃ আবদুল মঈন খান

 মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৪ ইং সোমবার কারা মুক্ত অসুস্থ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অসুস্থ কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বলেন, তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন এবং দীর্ঘ সময় কারাগারে থাকার পর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে থাকার সময়েও দলীয় বিষয়ে কতটুকু সাপোর্ট বিভিন্ন বিষয় গুলো তুলে ধরে কান্না ভেঙ্গে পড়েন তিনি। ডঃ আব্দুল মঈন খান উনার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন এবং সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং আরো বলেন, আমরা গণতন্ত্র রক্ষা ও নিরপেক্ষ সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন এবং এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলনে মাঠে আছি এবং থাকবো। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বাণী তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ডঃ আব্দুল মঈন খান আরও বলেন দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বাকশালি জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের পতন করা পর্যন্ত আন্দোলনের মাঠে থাকবো এবং আছি ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন