প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেল বাপ্পি সাহার ভয়ঙ্কর ভূতের তাণ্ডব ও বাপ্পি সাহার অণু প্রেম

ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: জাতির আত্মপরিচয়ের ক্ষেত্রে বাংলা ভাষা সবসময়ই অগ্রগণ্য ভূমিকা রেখেছে। অমর একুশে বইমেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশ। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলা হয়। ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে আয়োজন শুরু হয়। অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেল বাপ্পি সাহার ভয়ঙ্কর ভূতের তাণ্ডব ও বাপ্পি সাহার বাপ্পি সাহা প্রেম। অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেল বাপ্পি সাহার ভয়ঙ্কর ভূতের তাণ্ডব ও বাপ্পি সাহার অণু প্রেম ভয়ঙ্কর ভূতের তাণ্ডব অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেল বাপ্পি সাহার। অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ পেল বাপ্পি সাহার ভয়ঙ্কর ভূতের তাণ্ডব ও বাপ্পি সাহার অণু প্রেম। ভয়ঙ্কর ভূতের তাণ্ডব বইটি প্রকাশ করেছে ক্যারিয়ার পাবলিকেশন ২৫৮-২৫৯ নাম্বার স্টলে, প্রচ্ছদ করেছেন মো. কামরুল ইসলাম মূল্য -২৭০ টাকা,বইটি উৎসর্গ করা হয়েছে লায়ন গনি মিয়া বাবুল – কে যিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং বহু গুণে গুণান্বিত,নানাবিধ সৃজনশীল কাজে সম্পৃক্ত একজন সফল মানুষ। বাপ্পি সাহার অণু প্রেম বইটি প্রকাশ করছে চর্চা গ্রন্থ প্রকাশ স্টল নং -৫৬৯-৫৭০ প্রচ্ছদ করেছে মো. কামরুল ইসলাম, বইটির মূল্য ১৮০ টাকা বইটি উৎসর্গ করা হয়েছে ১৯ মার্চের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি মহোদয়কে। এই সময় বাপ্পি সাহা হাতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ মহিলা সম্পাদক, ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা যুগ্ম সম্পাদক, NPS পচারক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলা প্রেসক্লাবের প্রচারক সম্পাদক , ঢাকা ডিভিশনাল সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভা কে ভয়ংকর ভূতের তান্ডব দুইটি বই উপহার দেন। এ প্রসঙ্গে ফাতেমা আক্তার ইভা বলেন আমি অত্যন্ত খুশি একজন লেখক বাপ্পি সাহা উনি আমাকে বইটি গিফট করেছেন এবং এই বইমেলায় এসে আমার ভালো লেগেছে পরিবেশটি ঘুরে খুবই সুন্দর পরিবেশ ছিল মনমুগ্ধকর আশেপাশে যখন পাঠকদের ভীর দেখেছে তখন আরো ভালো লেগেছে এবং যখন বাপ্পি সাহা স্টেজে উনার ভয় প্রকাশ করছিলেন কবিরা ওখানে অন্যান্য আরো বড় বড় কবি ছিল উনারা যখন বাপ্পি সাহার ভয়ের সম্বন্ধে বক্তব্য দিচ্ছিলেন সেই দৃশ্য আমি নিজের সামনে থেকে দেখে খুবই আনন্দিত। আমি দোয়া করি সব কবিরা এবং বাপ্পি ভাইয়া যেন জন্য আরো বেশি বেশি বই লেখে আরো ভালো ভালো লেখা আমাদের উপহার দেন যাতে এখান থেকে আমরা কিছু শিক্ষামূলক শিখতে পারি জনসাধারণরা যেন উপকৃত হতে পারে এমন এমন বিষয়গুলো বইয়ের ভিতরে প্রকাশ করা হয় যাতে জনসাধারণের কাজে লাগে , জনসাধারণের উপকার আসে এমন কিছু শিক্ষা মূলক বিষয়গুলো তুলে ধরেন এই বিষয়টা সব কবিদের উপর আমার আমার পক্ষ থেকে আবেদন রইলো এবং আপনারা সবাই ভাল থাকেন আরো সামনে এগিয়ে যান দোয়া করি এখানে বিভিন্ন প্রকাশকরা বিভিন্ন মতামত দেন এবং উনাদের লেখা বই প্রকাশের উন্মাচন বিনোদন ঘটায় বইয়ের ভালোবাসার প্রকাশের মাধ্যমে। এটি দেশের বৃহত্তম বইমেলা, যেখানে প্রকাশকরা বিভিন্ন ধারায় লেখা মুদ্রিত বই প্রদর্শন ও বিক্রি করেন। এই মেলা পাঠকদের জন্য তাদের প্রিয় লেখক, কবি, ঔপন্যাসিক ও প্রকাশকদের সঙ্গে মুখোমুখি দেখা করার দুর্দান্ত সুযোগ করে দেয়। পাঠকদের বই পড়তে ও কিনতে উৎসাহিত করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিবেশন করার পাশাপাশি বইমেলা মাসব্যাপী একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে– যা বাংলাদেশের বৈচিত্র্যকে তুলে ধরে। অমর একুশে বইমেলার ইতিহাসের শিকড় অনুসন্ধান করা যাক-

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন