প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে ৬০ বছরের বৃদ্ধ, ২৮বছরের ভাতিজা বউ ভূট্টাক্ষেতে আটক

 ফারুক হোসাইন জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের রবিরগোর এলাকায় বসবাসকারী নুর-আমিন(৬০) পিতাঃ মৃতঃ কাচু শেখ গ্রামঃ উত্তর মুসরত মদাতী, কালীগঞ্জ, লালমনিরহাট ও পারাতো ভাইয়ের ভাতিজা রেজাউল হক স্ত্রী মোছাঃ আরিফা বেগম(২৮) সহ ভূট্টা ক্ষেতে অশালীন অবস্থায় আটক করেন গ্রামবাসী। আটককৃত নুর আমিন ও আরিফা বেগম কে গ্রামবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গরা ২নং মদাতী ইউনিয়ন পরিষদে প্রেরণ করেন। ইউনিয়ন পরিষদের হলরুমে আটককৃতদের রাখা হলে উৎসুক মানুষের ভির দেখা যায়। এসময় ২নং মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব বিষয়টি নিয়ে বিচার করার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীগণ তেনার বিচার না মানার সিদ্ধান্ত জানান। এমতবস্থায় চেয়ারম্যান মহোদয় আইনের আশ্রয় গ্রহন করে থানায় জানান বিষয়টি। অস্বাভাবিক অবস্থার দেখা দিলে প্রশাসনের সহযোগিতায় ভিকটিম নুর আমিন ও আরিফাকে থানায় প্রেরণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন