প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সুমন

 মোঃ মিজানুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। রবিবার বেলা সাড়ে ১১টায় রাণীনগর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় এমপি সুমন পুরো হাসপাতাল ঘুরে দেখন। এরপর হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলেন। প্রতিটি ওয়ার্ডে ভর্তি থাকা বিভিন্ন রোগীদের কাছে হাসপাতালের প্রদান করা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় অংশ নেয়। এ সময় হাসপাতালের সকল সমস্যা দ্রুত সমাধান করে হাসপাতাল থেকে জটিল রোগসহ যাবতীয় রোগের চিকিৎসা সেবা প্রতিটি মানুষের দ্বোরগড়ায় সহজেই পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গিকারকে শতভাগ বাস্তবায়ন করতে তার সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের পিন্টুসহ অনেকেই।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন