প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রাজপাড়া থানার অভিযানে এক ছিনতাইকারী গ্রেপ্তার

মোঃ আফতাবুল আলম রাজশাহ জেলা প্রতিনিধি:   রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কিশোর মো: রাকিব রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রামের মো: বুলবুলের ছেলে। সে বর্তমানে মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়ায় বসবাস করছে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ রাতে আরএমপি’র বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন ব্যানার্জির সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হক, এসআই মো: রাজিবুল করিম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার বহরমপুর মোড়ের ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ছিনতাইকারী রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার ঐ টিম গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ (২৩ ফেব্রুয়ারি দিবাগত) রাত ২ টায় সেখানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী রাকিবকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারী জানায়, সে গত ২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৭:৩৫ মিনিটে রাজপাড়া থানার বহরমপুর মোড়ে স্বপ্ন মেডিসিন পয়েন্ট দোকানের সামনে থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ গ্রেফতারকৃত ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন