প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

আওয়ামী লীগ থেকে স্বামী-স্ত্রীর পদত্যাগ

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: ফেব্রুয়ারি ২৪, ২০২৪ শনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানা ফেরদৌসী সীমা দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় উপস্থিত থেকে স্বামী-স্ত্রী দুজনই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের বিষয়টি মজিবুল আলম সাদাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন মজিবুল আলম সাদাত। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুও চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন। লিয়াকত হোসেন বাচ্চু ও মজিবুল আলম সাদাত সম্পর্কে চাচা-ভাতিজা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন