প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শুভ শুভ শুভ দিন সুমাইয়া আক্তার শিমু এর শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদন: পেছনে ফেলে দাও সব দুঃখ, ঝেড়ে নাও সকল অভিমানের বোঝা, আপনার জন্মদিনের রইল আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা। আজ দৈনিক কলম যোদ্ধা পত্রিকার রিপোর্টার আমার প্রিয় বড় আপু সাংবাদিক মাসুরা পারভীন এক মাত্র আদরের মেয়ে সুমাইয়া আক্তার শিমু এর শুভ জন্মদিন। হাটি হাটি পা পা করে ১৫টি বছর পেরিয়ে ১৬ বছরে পা রাখায় দৈনিক কলম যোদ্ধা পত্রিকা ও আমার পক্ষ থেকে অপরিসীম ভালোবাসা।কিছু সম্পর্ক, কিছু মানুষ রক্তের বন্ধন না থাকলে তারা আমাদের আত্মার বন্ধু বা আত্মীয় তেমনি একজন মামুনী সুমাইয়া আক্তার শিমু। আমার কাছে মামুনী সুমাইয়া আক্তার শিমু একজন ভালো বন্ধু। আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি কারণ আজকের দিনটায় তুমি জন্মে ছিলে। তোমার মত ভাল বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি সেজন্য আবারো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। আরেকটা বছর চলে গেল তোমার জীবন থেকে পাওয়া না পাওয়ার হিসাবটা না হয় রেখে দিন নতুন বছরকে সুন্দর বানানোর প্রচেষ্টা চালিয়ে যান। শুভ জন্মদিন। শুভ হোক আগামীর পথচলা।প্রিয় মামনী সুমাইয়া আক্তার শিমু।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন