প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

তানোরে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের উদ্বোধন

রাজশাহী  প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কামার গাঁ ইউপির মালার মোড়ে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে।আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে(২৪ ফেব্রুয়ারি)শনিবার বিকেলে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের ম্যানেজার হেলাল উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং কামার গাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিয়া।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক জনাব মোঃ বজলুর রহমান।ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন।কোল্ড স্টোরেজ সূত্রে জানাগেছে চলতি বছর ৪ লাখ বস্তা আলু স্টোরে সংরক্ষণ করা হবে।পরিশেষে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক বজলুর রহমান বলেন,আমার জানা মতে তানোর একটি কৃষি প্রধান এলাকা।এই উপজেলার প্রায় লোক কৃষি পেশার সাথে যুক্ত।কৃষির প্রতিটি উৎপাদিত পণ্য গুরুত্বপূর্ণ বিশেষ করে আলু। তখন থেকেই আমার স্বপ্ন,এই এলাকায় কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব।সেই ইচ্ছা থেকেই আমি প্রত্যন্ত অঞ্চলে এবং আপনাদের দোয়ায় এ কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি।কোল্ড স্টোরেজ নির্মাণের কারনে এখন আর কৃষককে দূরদুরান্তে গিয়ে আলু স্টোরে রাখতে হবে না।হাতের কাছে কোল্ড স্টোরেজ পাওয়ায় দিন দিন আলুর উৎপাদন বৃদ্ধি পাবে।এবং কাছে কোল্ড স্টোরেজ হওয়ায় খরচ অনেক কম হবে কৃষকের।আলু চাষিরা যেন সঠিক মূনাফা থেকে বঞ্চিন না হয় সে দিকে নজর দেয়া হবে।ফলে কৃষকের চাহিদা মতো আলু বাহির করে দেয়া হয়ে হবে।

এই এলাকায় কোল্ড স্টোরেজ হওয়ায় প্রতিদিন ১শ’ থেকে ২ শ’ জন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন হবে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন