প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ময়মনসিংহ নগরীর ল্যাংড়া মোড়ে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ নগরের  ভাটিকাশর বড় বাড়ী ল্যাংড়া  মোড়ে অগিকান্ডে  রুবেল মিয়ার রাইসা জেনারেল স্টোর  পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী  জানান, সোমবার  রাত্র ২ টার দিকে রুবেল মিয়ার রাইসা জেনারেল স্টোরে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিস খবর দিলে, ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে ততক্ষণে রুবেল মিয়ার দোকানের সমগ্র মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা  যায়। ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া  জানান, তার দোকান টিতে  মালামাল ও নগদ টাকাসহ প্রায় সাড় ৭/৮ লাখ টাকার মালামাল ছিল। দোকানের  কোন মালামাল রক্ষা করতে পারেন নি। রুবেল মিয়া  জানান, আমি সারাজীবনে যা সঞ্চয় করেছিলাম তা নিমেষেই পুুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাকে সর্বস্বাস্ত হয়ে খোলা আকাশের নিচে ব্যবসা  করতে হবে বলে জানান। দীর্ঘ তিন বছর যাবত রুবেল মিয়া জমির মালিকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে সততার সহিত ব্যবসা পরিচালনা করছেন। এই ব্যবসা পরিচালনা করে রুবেল মিয়া, বাবা, মা, স্ত্রী,ছেলে, মেয়ে, মোট সাত জনের আর্থিক যোগান ও পরিবারের সার্বিক প্রয়োজন মেটাতেন। দোকান টি পুড়ে যাওয়াই রুবেল মিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই রুবেল মিয়া পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করতে সরকারি সাহায্য-সহযোগিতা কামনা করছেন। যদি সরকারি বা বেসরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পান। তবে পুনরায় ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারবেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগিকান্ডের  সূত্রপাত হতে পারে বলে জানান  ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন