প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

এস এস সি পরীক্ষা চলা কালিন সময়ে গভীর রাতেও উচ্চ স্বরে গানবাজনা ও বিভিন্ন আয়োজন

মোঃ ফরহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ সারাদেশে এস এস সি পরিক্ষা চলমান এখন, এমন অবস্থায় এস এস সি পরিক্ষার্থী সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগন একটা বাড়তি চাপ অনুভব করেন, অভিভাবকদের উৎকন্ঠা থাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে, এই পরীক্ষার ফলাফল নিয়ে সব সময়। বিগত দশ বছরের পড়ালেখার একটা বড় মূল্যায়ন হয় এই এস এস সি পরীক্ষার মাধ্যমে। ছাত্র ছাত্রীও অপেক্ষা করে বিগত দশ বছরের পড়ালেখার একটা ভালো ফলাফল নিয়ে বাবা-মা ও দেশের মুখ উজ্জ্বল করতে। কিন্তু একটু চোখ খোলা রাখলে খেয়াল করি এই সময়েও কিছু সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে গভীর রাত পর্যন্ত বড় বড় সাউণ্ড সিষ্টেম ও মাইক লাগিয়ে গানবাজনা চালানো হচ্ছে যা কোমলপ্রাণ ছাত্র ছাত্রীদের সরাসরি পরিক্ষায় প্রভাব ফেলছে।

বিগত কয়েকদিন গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে যে, বিভিন্ন ওরশ ,মাহফিল ও মেলার নামে সেখানে গভীর রাত পর্যন্ত গানবাজনা ও হইচইপূর্ণ পরিবেশ তৈরি করা হয় যার ফলে পরিক্ষার্থী ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
মধ্য রাত পর্যন্ত ছাত্র ছাত্রীরা ওইসব অনুষ্ঠানে সময় ব্যয় করে সঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। এ বিষয়ে অভিভাবকদের উৎকন্ঠা বেড়েই চলেছে। সচেতন কিছু অভিভাবকগণ মতামত জানাতে
গিয়ে বলেন, পরীক্ষা চলা কালিন সময়ে এই ধরনের আয়োজনে কিছুটা নমনীয়তা অবলম্বন করলে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পরীক্ষার পরিবেশ উপহার দিতে পারি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন